নামাজ পড়ি জীবন গড়ি নির্দেশিকা পথে,
নামাজ সবে কয়েম করো নবীর সুন্নাহ মতে।

পাঁচবেলাতে নামাজ পড়া পুণ্য আনে টেনে,
নামাজ শিক্ষা সহজরীতি রাখতে হবে জেনে।

দাঁড়াও তুমি কিবলামুখি বিসমিল্লাহ সাধে,
আল্লাহ্ মহান হাত দু'খানা উঠাও সমান কাঁধে।

দোয়া করে আলহামদু-পাঠ দোয়া মানে ছানা,
আল ফাতিহা সঙ্গে মিলাও যেই সূরাটি জানা।

রুকুতে যাও তিনবার পড়ো নির্দিষ্ট এক দোয়া,
সেজদা করো ঠিক তেমনি পেতে রহম ছোঁয়া।

আল ফাতিহা পড়ো আবার সেজদা হতে উঠে,
আগের মতই সূরা মিলিয়ে রুকুতে যাও ছুটে।

সেজদা করা আর তাশাহুদ দরুদ পড়া বাদে,
আস সালামু ডানে বামে বলিও দুই কাঁধে।

সোয়ানসি,
ইউকে।