'কুন ফাইয়া কুন'- বলে তুমি
দিতে পারো সব,
পাপ করেছি ভুল করেছি
তাওবা করি রব।
মাটি থেকে বানাই আদম
তাতে দিলে প্রাণ,
নফসের জুলুম করে পাপী
গাই তোমারই গান।
অহংকার যা তোমার সবই
আল ক্বাদিরু সাঁই,
ভুলের ভেতর হারিয়ে গেছি
পথ খুঁজে না পাই।
মরণ বাদে পুনরুত্থান--
বিচার দিনের রায়,
কষলে হিসাব জাহান্নামে
করি কী উপায় ?
ভবের হাটে এই পরীক্ষায়
শূন্য কর্মফল,
সরল পথের পথিক বানাও
চিত্তে দিয়ে বল।
সোয়ানসি, ইউকে।