তৃপ্তি !!
এত ছোঁয়া এত স্পর্শ
রোমাঞ্চিত বঙ্গাব্দ ভরা
সুরভিত আলিঙ্গনে বর্ষ !
পরিণত বয়সে পূর্ণাঙ্গ প্রয়াসে
রঙ মিশ্রিত প্রফুল্ল বিলাসে !!
তারপরেও কেন হাহাকার বিরহ
অতৃপ্তি বিষন্নতায় সমারোহ !
তৃষ্ণার্ত পাঁজরে চিনচিনে ব্যাথা
বেহুলার সুরে কাঙ্গালের গাঁথা
উঠতি বসন্ত ভরা বালি হাঁসের ঝাঁক
তবু ও ফাগুন মনে যেন কার্তিকের কাক !!