তোমার দু'নয়ন যেন নক্ষত্রের ফুল,
শুধু অবাক বিস্ময়ে দেখে যাই,
কি গভীর দৃষ্টি তোমার চোখের তারায়,
এতেই আমি পুড়ে পুড়ে ছাই।
চিকন ভ্রু যুগল যেন ডিঙ্গি নৌকা,
কামাতুর ইশারায় টানে,
কোথায় নেবে আমায়,
কোন স্বর্গে তা কে জানে?
কমলার কোয়ার মতো ঠোঁট দুটো,
হাসিতে রসে লালসা জাগে,
কোন এক নিবিড় আহবানে,
ব্যাকুল হৃদয় আমার কাঁপে অনুরাগে।
কপোল যেন তার গোলাপের পাপড়ি,
রক্তিম আভা দিয়েছে ঢেলে,
রমনীর মুখের অবয়বে যেন,
বসন্তের সব রূপ ঐখানে মেলে।