কে বলে? হয়েছি আমি বুড়ো?
ইচ্ছে আমার দুষ্টুমিতে পুরো।

এখনো ইচ্ছে হয়, উঠে যাই ছাদে,
ঘুড়ি ওড়াতে মনটা বড্ড কাঁদে।
কেন ওড়াতে চাই জানো?
ঘুড়ি কাট্টিতে পছন্দ আমার জেনো।

চুপি চুপি শোন,
ছোটবেলায় মাথার বালিশ কেড়ে নিয়েছি কত,
এই কাজটি এখনো, করি অবিরত।

সাইকেল চালাতে, মনটা কাতর বড়,
সাঁতার কাটতেও, নই আমি কুঁড়ো,
তাই হয়নি আমি বুড়ো।

এখনো চড়তে চাই গাছে,
যে যাই বলুক পাছে।

লজ্জার কথা শোন,
আজো, খেতে ইচ্ছা হয় মস্ত মাথার মুড়ো,
তো? কে বলে? হয়েছি আমি বুড়ো?

আসল কথা বলি,
বয়স আমার যেমন তেমন, মনটা আমার কুঁড়ি,
ঐ দিনের ইচ্ছেটাকে, এইদিনে পাড়ি।

ইচ্ছায় ইচ্ছায় খাচ্ছি হাবুডুবু,
নস্টালজিয়ায় হয়েছি আমি কাবু।