ঋতুর শক্তিশালী বৈশাখ তুমি,
চৈত্র শেষে নতুন আমেজে হয়েছো স্বামী!
কিন্তু একি হাল আজ তোমার?
তোমার আগমনি বার্তা শরীর স্পর্শ করে না আমার।
তোমার প্রাণহীন ছোঁয়া দুর্বল করে দেয় মন,
কী কারণ? কী কারণ?
এক ক্ষণজন্মা শত্রু এসেছে বলে হয়ে পরেছো কী নিষ্প্রাণ?
ভয়ে কিসে? তুমিতো প্রকৃতির জন্মজন্মান্তরের কঠোর মূর্তীয়মান।
তবে কেন? প্রাণহীন দেহ মোদের রয়েছে ঘরে?
বের করে আনো! মুক্ত আকাশের প'রে।
লন্ডভন্ড করে দাও, এই অভিশপ্ত ধরাকে,
ধুলোয় মিশিয়ে দাও! প্রকৃতির বুকে।
এসো বৈশাখ! এসো! নতুন রূপে এসো!
পাপিষ্ঠকে ধ্বংস করে লক্ষী হয়ে বসো।