আজো যে কথা হয়নি বলা,
অথচ একই সাথে বছরের পর বছর পথচলা।
অসংখ্য কথা হয় কাজে-অকাজে প্রতিদিন,
ঘাত-প্রতিঘাত, মান-অভিমান সারাদিন।
খুনসুটি! বেলা-অবেলায় কামাতুর কতবার,
তবুও সেই কথাটি বলা হয়নি একটিবার।
মাঝে মাঝে ভাবনাগুলো অন্য পথে হাঁটে,
তবুও বলা হয়নি মুখ ফুটে!
কি কথা?
অভাবের তাড়নায় যে যুবকটি বন্ধুর হাতে তুলে দিল প্রিয়তমাকে!
সেই প্রিয়তমা বলতে পারেনি তাকে,
আমি যে আজো 'ভালোবাসি' তোমাকে।
এই ভালোবাসায় নেই কোন প্রেম-উন্মাদনা,
আছে শুধু মায়া আর নিরব কান্না!