মাতৃ জঠরে জন্ম নেয়া এক প্রাণ,
মানব-মানবীর ঔরশে সৃষ্ট বিধাতার অমূল্য দান।
মা'র কোল জুড়ে উন্মোচিত হলো পুত্র সন্তান,
মাতৃস্নেহে মা বলে উঠে! আমার বাপজান!
অভাবী সংসারে বাপজানের আগমনে,
আশার আলো দেখে মা-বাবা দুইজনে।
ক্ষেতের ফসল ফলে না দুই বছর,
পুত্রের আর্বিভাবে আসলো সুখবর।
ধীরে ধীরে বড় হয় পুত্র, কাজে যায় বাবার হাত ধরে,
শৈশব কাটে তার লাঙ্গনের কাজ করে।
বাবা বলেন, অনেক হয়েছে বাপ!
শিক্ষার নাই কোন মাফ।
ভর্তি করে দেন শহরের এক স্কুলে,
পরিপাটি বেশে পুত্র স্কুলে যায় বাবার কোলে।
ঘরে মায়ের আদর, বাইরে বাবার কঠোর পরিশ্রমে,
পুত্র তাদের বেড়ে উঠে ক্রমে ক্রমে।
কৈশোর পেরিয়ে যৌবন এল যখন,
বৃদ্ধ মা-বাবা পারেন না কাজ করতে তখন।
ছেলে বলে, চল যাই বাবা শহরে, নিয়ে 'বাড়ি ভাড়া' এই কালে!
ততদিনে পুত্র তাহার, 'মানুষ গড়ার কারিগর বলে সুনাম করেছে এই ভালে'।
'ঘর চাই'! 'ঘর চাই'! বলে বাপজান আজ দিশেহারা,
কিন্তু 'বাড়ির মালিক' দেবেন না ভাড়া সুদর্শন পুরুষ নজরকাড়া!
আকুতি-মিনতিতে কোন লাভই হলো না ভাই? "ব্যাচেলার" বলে তাই!
সারারাত ভাবলেন সুপুরুষ! পরদিন আবার তবে যাই?
ব্যাচেলার নই! আমি ব্যাচেলার নই!
থাকতে চাই আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, যাদের আমি জান্নাত ভেবে রই!!