ফেলে আসা দিনগুলো
কোথায় যে হারিয়ে গেল।

ভাবিতে ভাবিতে সেই কথা
হৃদয় যে পাই, বড় ব্যাথা।

কি যে! সুখ ছিল যে সেথায়
মনে পড়ে যায়, আজি এ সন্ধ্যায়।

পড়ে কী মনে?
রাতের আঁধারে ধরেছি কত জোনাকি,
আহা! সে যে কী আনন্দ! ভেবেছ কী?

জোৎস্না রাতে, হেঁটেছি চাঁদের সাথে সাথে
চাঁদ হেসে কয়, ওরে বোকা!
আমি তো আছি, একই জায়গাতে।

গ্রামের দুষ্ট ছেলেরা, খেলায় লুটোপুটি
তা দেখে মেয়েরা, হেসেই কুটিকুটি।

মনে কী পড়ে?
গাছে বাঁধা সেই দোলনায় চড়া?
এক প্রান্ত থেকে, অন্য প্রান্তে গিয়ে আছড়ে পড়া।

উফ্! কি যে ব্যাথা পেয়েছি সেই বার,
স্মৃতির ভাবনায়, এ ব্যাথা পেতে চাই বারবার।

যদি কেও প্রশ্ন করে আমায়, কি চাও এই বেলা?
দু'হাতে জোড় করে বলি,
দিতে পার কি আমায় 'আমার সেই ছোট্টবেলা'?