ধরণী আজ খুশিতে মতোয়ারা,
বন্ধ দরজায় নাড়ছে কড়া।

জেগেছো কী? আবাল-বৃদ্ধ-নওজোয়ান,
এল রে! এল রে! নতুন বছর টু-থাউজেন্ড-টোয়েন্টিওয়ান।

গোলাপ জলে পরিশুদ্ধ কর নিজেকে,
যে 'বিষ' লালন করেছি বুকে।

আরশিতে দেখে নাও বদন খানি,
তুলে নাও হাতে সুরমা দানী।

পবিত্র বেশে প্রভুকে ডাক কড়জোরে,
ক্ষমিছো কি মোরে? যে পাপ করেছি অগোচরে।

ভেবে ভেবে হচ্ছি যে পেরেশান,
মোরা হতে পারবো কি ভাগ্যবান?

শীতের হিমেল হাওয়া, কহিছে আজি,
ঝেড়ে ফেলেছি সব শুকনো বৃক্ষরাজি।

তোমাদেরই যত্নে গঁজিবে আবার নতুন পাতা,
এ যেন প্রতীকী! মানবীরই এক জীবন খাতা।

নিরাশ হয়ো না, ওহে নবীন!
সাবধানে এগিয়ে যাও, আসবে সুদিন।

পরম যত্নে তুলে নাও বুকে,
নিষ্পাপ নতুন পৃথিবীকে।

কহো সমোস্বরে!
রহম কর, হে রহিম! রহমান!
শুভ হোক সবার, টু-থাউজেন্ড-টোয়েন্টিওয়ান।