সকালে উঠি আমি, করি পায়চারি
কী রান্না করি আজ! কী রান্না করি!
ধ্যাততেরিকা! ভালো লাগে না!
এই চিন্তায় ঘুম আসে না।
নুডুলস-পাউরুটি-ডিম কিংবা খিচুড়ি
কী রান্না করি আজ! কী রান্না করি।
সকাল পেরিয়ে এল, দুপুর বেলা
এইবার কাজ দেখ! কত শত মেলা।
শাক্ রাঁধোরে, ডাল রাঁধোরে, রাঁধো মাছের ঝোল
ছেলে বলে, খাব না এসব! খাব চিকেন রোল।
বলে কী? কাজে কাজে, কত কষ্ট!
ছেলের কথায় আমার, মাথা নষ্ট।
মোদ্দা কথা শোন সবাই,
রাঁধার পরে খাওয়ানো আর খাওয়ানোর পরে রাঁধা
একটি সমাজ আমরা, সাত জন্মে বাঁধা।