ঘুম না আসা অলস দ্বি-প্রহর,
স্মৃতির মনি কোঠায় দিচ্ছে ঠোকর।
লেইস-ফিতা! লেইস-ফিতা! বলে ডাকছে যেন কেউ,
আহা! জেগে উঠতো মনে আনন্দের ঢেউ।
সিট কাপুড়! সিট কাপুড়! বলে আবার হাঁকিছে কে?
ওপাশ থেকে মা বলতেন, ওরে! দরজা খুলে দে!
লেইস-ফিতের পসরা দেখে চোখে লাগতো ধাঁধাঁ,
খুশির ঈদের জিনিস কিনতে ছিলনা কোন বাঁধা।
সিট কাপড়ের সিটের বাহার! মা বসেছেন জেঁকে,
আমরা তখন মাকে ঘিরে রয়েছি চারদিকে।
ছোট্টবেলায় এমনই হতো খুশির ঈদ জেনো,
তাহলেই বোঝ! সে-ই বেলার ঈদ এত মধুর কেন?
কোথায় গেল ঈদের খুশি? কোথায় গেল সব?
আর কি ফিরে পাবো কি সেই খুশি, ওহে আমার রব?