রূপের বড়াই করো নাকো!
গুণের বড়াই করো,
সাদা চামড়া ছেড়ে দিয়ে,
কালো চামড়া ধরো।
চকচক করলেই সোনা হয় না,
প্রবাদ বলে তাই,
কালোর মাঝেও 'সোনা' আছে,
জেনে রেখো ভাই।
ফর্সা পাত্রী দেখতে যদি,
সুপাত্র এল,
রান্নাবান্না না জানলে,
কী ফায়দা বল?
কৃষ্ণবালার কালো হাতের,
নিপুণ কারুকাজ!
পাত্র বলে, রূপের চেয়ে গুনের কদর!
বুঝলাম আমি আজ।
আবার দেখ!
কালো মুখের মিষ্টি হাসি,
লম্বা কালো কেশ,
ডাগর ডাগর হরিণ চোখ,
দেখতে লাগে বেশ।
তাইতো বলি!
ধবল-শ্যামার রূপ বিচারে,
তর্কে যেও নাকো,
সাদা-কালোর বিবেধ ভুলে,
গুণটা আগে দেখো।