জানিনা কি আছে ভাগ্যে?
মনে একটা 'ভাবনা' বড্ড জাগে।

মৃত্যুর পরে, যদি এমন হতো,
আমরা সবাই আছি, জেলখানার কয়েদির মতো,
যে যার মতো করছেন কাজ, ক্লান্ত দেহ ক্ষত-বিক্ষত।

মুখে নেই হাসি,
কিভাবে করবেন বিধাতাকে খুশি।

আমি বলি, মাগো! এসেছি তোমার তরে,
একটিবার তাকাও দেখি, দুই নয়ন ভরে।

চিনতে পেরেছো কি আমায়?
আমি যে চিনেছি তোমায়।

এতটুকু সময় নেই তাকাবার, দিতে হবে পুলসুরাত পার।
আমি যেন ডেকে ডেকেই স্বার!

বাবা করছেন ক্ষেতের কাজ, মা বুনছেন শাড়ি,
মালিনী বেশে বোনটি আমার সে-ই-ই রূপসী নারী।

আমার ডাকে দেয় না সাড়া, চোখ করেছি ভারি,
বোন গো আমার! তোমার কাছেও নজর না কাড়ি?

কেউবা আবার চরকা কাটেন, কাটেন মাটি যত,
একে একে ফেরেস্তারা, পাহাড়ায় রত।

অসৎ কাজের পাড় ছেড়ে, এসেছি পরপারে,
সৎ কাজের হিসাব-নিকাশ দেখছি বারেবারে।

মা'বুদ! আমায় করুন ক্ষমা, আমি যে অধমের পাত্র!
মৃত্যুর পরের, 'ভাবনা' গুলো প্রকাশ করেছি মাত্র।