কে তুমি বসে আছ ভেবে অসহায়
বাইরে এসে দেখ কেটেছে অন্ধকার, অবাক হয়ে সূর্য তোমার দিকে তাকায়।
কুৎসার বেদনায় ক্ষত ব্যথিত বুক তোমার
হাত দুটি কি বাধা অলসের শিকলে?
চোখের কিনারে পরেছে জং এর রং
তুমি কি আপন হারা দু:খ অকালে?
দেখ ঘুম ভাঙ্গা মেঘ হীন দিগন্ত হাতছানি দিয়ে ডাকে সকালে।
তোমার পা দুখানি হয়েছে বেকার বিকল,
তুমি হারিয়েছ সময়
স্পন্দন হারিয়েছে তোমার হৃদয়।
তোমার দৃষ্টি অন্ধকারে পেয়েছে ভয়,
কান্নায় হতাশায় বেঁচে থাকা জীবন আরোপ করেছে বিঘুঢো যন্ত্রণা;
বিঘুঢো যন্ত্রণায় প্রতিওমান ভবিষ্যত
তবু্ও কি বিষাদিনি খোয়াব তোমায় করেছে প্রবঞ্চনা।
তুমি কি জাননা বুঝনা,
দেখনা কেন প্রভু আছেন দারিয়ে আলো নিয়ে।
তাকাও তুমি তাকাও একবার, বাড়াও যদি হাত তিনিও হাত বাড়াবেন বারবার।
বারবারই প্রভু তোমায় করিবেন মারজোনা,
তারে একবার ডাকনা
মনের ইচ্ছায় তারে প্রভু বলনা,
শুধু প্রভুর ইচ্ছাই হউক তোমার শক্তি
আর তোমার ইচ্ছাই হউক তোমার পার্থনা।