ত্রিশ লক্ষ শহীদের বুকে
ত্রিশ লক্ষ বুলেট
ত্রিশ লক্ষ শহীদের বুকে
ত্রিশ লক্ষ বুলেট।
আগুনে জ্বলে পানিতে ভাসে
বারুদে পুড়া লাশ।
রক্তের ঘ্রাণে মৃত্যুর শব্দ
ট্রিগারে ট্রিগারে আর্তনাদ;
জীবিত থাকার হাহাকারে
ত্রিশ লক্ষ শহীদের বুক
বেয়ে উঠে অন্ধকারের চাঁদ।
তখন সকাল হয়
তখন একাত্তর,
যুদ্ধ চলে,
স্বাধীনতা কাছে
স্বাধীনতা অনেক দূর।