তোর দাদা এই খালের উপর দিয়া
একটা সাঁকো বানাইছিল।
বাপ আমরা খালের পুব দিকে থাকি,
বাদলার উজানে পানি অয়
আমি বাঁশের পুল বানাইছিলাম
আমার মনে আছে,
তোর দাদা সাঁকো পার হইতে যাইয়া
হুকনা খালে পইড়া গেছিল।
জানস পনেরো ষোল দিন
খেতে কাম করতে পারেনাই,
বাবারে ভাত খাইতে পারিনাই।
তুই এই বিডাডা পাকা করিস
আর ওই জায়গায় একটা ব্রিজ বানাইছ;
তোর দাদা যুদ্ধে গেছিলো।
মনে রাখিস প্রথমে ঢাহায় মানুষ মারে
আমরা কান্দি,
কিন্তু শরীরের পশম দারায় গেছিল আমার বাপের।
মরা বাঁচা নাইরে,
তোর দাদির ভাঙ্গা চুলায়
ভাত রানধার আগুন এহন জ্বলে।
বাপরে যত মানুষ আমাগো চারদিকে বাড়বো
এই খলডায় পানিও বাড়বো,
মনে রাখিস, প্রথমে সাঁকো তারপর পুল
তোর হাতটা দইরা সবশেষে ব্রিজ।