তোর ছবি আঁকার চেস্টা করি বার বার...

মায়াবী অবয়বটা বরাবরই কল্পনায় ক্ষণিকের জন্য স্পষ্ট হয়ে আবার ঝাপসা হয়ে যায়...

তবে কিছু ছবি ঝাপসাই সুন্দর... ঝাপসা অনুভূতির মতো...

আছে আবার নেই... কেমন যেন একটা ঘোর লাগানো সময়ের মতো...


তোকে নিয়ে একটা গল্প লিখতে চাই...

কিন্তু দ্বিতীয় লাইনে গিয়ে আর এগোয় না ...

এই মস্তিষ্কের আঁকা ঝাপসা ছবির জ্ঞানে তোকে বর্ননা করা বেশ কঠিন হয়ে পড়ে...

দ্বিধা শুরু হয়... কোন অক্ষরে তোর গল্প শুরু করি...

ছবির মতো গল্পের শেষ শব্দ কিংবা অক্ষরটাও হয়তো ঝাপসাই রয়ে যায়...


ছবি কিংবা গল্পে তোকে বাঁধতে না পেরে মাঝেমধ্যে সস্তা কোন কবিতায় খুঁজতে যাই...

কবিতারা কি ঝাপসা হয় ? হতে পারে...

তবে এবার কোন ঝাপসা ছবি কিংবা গল্প নয়... পুরোটুকুই স্পষ্ট কবিতা হয়তো সস্তা তবুও...