মেয়ে, তোমার চোখের পাতায় আমার মৃত্যু তো চাইনি কখনো...
তোমার চোখের তারায় ভালোবাসাও খোঁজা হয় না অনেক দিন...
অবাধ্য বোকা প্রেমিকের মতো মুঠোফোনের ওপ্রান্তে তোমাকে রেখে,
ভুলভাল আকাশের তারাও গুনা হয় না...
মেয়ে, অন্ধকারে সুখ খুঁজেছিলাম ...
তোমার হাসির মাঝে নয়...
কাগজের ভালোবাসা যাযাবর...
ঘৃণার গাঢ় বসতি থেকে অট্টালিকা...
এইতো বেশ আছি...
এতেই যদি পুষায় তবে কাছে এসো,
আলতো করে ভালোবেসো... নাহয় অন্ধকারেই থেকো...
মেয়ে যতই তোমার আবেগী ছেলে পছন্দ না হোক,
তারপরও হঠাত কখনো মাঝরাতে ঘুম ভাঙ্গলে নিয়ম করে আবেগে গা ভাসাই...
যদি জেগে থাকি, ফেলে আসা দিনের স্মৃতিচারণ করা অপরাধ না...
কিংবা রাত জেগে চাঁদের আলোয় অতীতের চিঠি পড়াও খারাপ কিছু না...
কল্পনাতে তোমার হাসি শোনার ব্যাখ্যা খুঁজে বেড়ানোর মাঝেও ভুল কিছু দেখিনা...
এও জানি সবকিছুর কারণ খুঁজতে হয় না, ব্যাখ্যা খুঁজে পেতে হয় না...
ভুলে যাওয়া মানে আসলেই ভুলে যাওয়া হয় না...
মেয়ে, তোমার জন্য অনুভূতির পরতে পরতে ধুলো মাখা...
সময়ের প্রতিটি স্পন্দনে ঘৃণা জমে থাকা...
যাযাবর ভালোবাসার ভাষা হারিয়ে, আশ্রয় খুঁজে ফেরা...
অতঃপর ভুলে যাওয়া...
মেয়ে, তোমার চোখের জলের কারণ হতে চাইনি...
চাইনি তোমার হাসিতে ভাগ বসাতে...
শুধু চেয়েছি তোমার ওই চোখের জল মুছে দিতে...
মেয়ে, তোমার অভিমান কি মেঘের মতো, নাকি মেঘের অভিমানে ঢাকা পুরো আকাশটাই তোমার মতো!
তোমার চোখের জল কি শ্রাবণ ধারার মতো... নাকি শ্রাবণ সন্ধ্যার ওই বৃষ্টি তোমার মতো!
মেয়ে, তোমার হাসি কি চাঁদের মতো, নাকি চাঁদের ঐ হাসির পুরোটাই তোমার মতো!
মেয়ে, তুমি কি ভাবো আমার মতো, নাকি আমি তোমার মতো ...!!
মেয়ে, এক বাকসো ভালোবাসা দিবে? বন্দী করে রাখব, উড়ে যেতে দেব না।
তোমার চোখের একফোটা জল দিবে কি? নিয়ে যেতে চাই সাথে করে।
চাইলে এক লিটার আবেগও দিতে পারো, কথা দিলাম, গলা টিপে মারব না।
মেয়ে, তোমার প্রথম না হতে পারি, দ্বিতীয় হলেও সমস্যা নেই...
তবু তোমার শেষ ভালোবাসা হতে চাই...
যে ভালোবাসায় নিষ্পাপ তোমার ...
লাল-গোলাপি ঠোঁট... নীল রঙের হাসি...
হাল্কা সবুজ চোখের পাতায়...
আবছা ভালোবাসাবাসি...।