ইচ্ছে করে ভোর বেলায় মুঠোফোনে ক্ষুদেবার্তায় কেউ লিখুকঃ
এত দেরি করে ঘুম ভাঙলো আপনার?
কিংবা গভীর রাতেঃ
রাত জেগে থাকতে থাকতে কি ক্লান্ত লাগে না?
কিংবা ,
বাঁধভাঙা জোছনায় আবদার করবেঃ
আঁধারে দম বন্ধ হয়ে আসছে , একটু হাতটা ধরবে?
ইচ্ছে করে কারো নরম কন্ঠে সকাল হোক।
কিংবা
আধখাওয়া চায়ের কাপে কেউ প্রচন্ড আগ্রহে চুমুক দিক।
ইচ্ছে করে আমায় কেউ প্রচন্ড বকা দিক , শাসন করুক , কানমলা দিক।
রাগ করে খামচি দিয়ে নখের ছাপ বসিয়ে একটু রক্তও না হয় খসিয়ে নিয়ে যাক।
তবু
হাতটা ধরে রাখুক।
ফোনের এপাশে মন খারাপ করে চুপ করে থাকলে ওপাশের মানুষটার চুপসে যাওয়া মুখ শুকনো ঠোঁটের মেকি হাসির বিপরীতে ওপাশের ভেজা চোখটা কে কল্পনা করতে ইচ্ছে করে।
ইচ্ছে করে একজনকে নিয়ে জীবনের গল্পটা নতুন করে লিখি। খুব করে ভালোবাসি।
ইচ্ছে করে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসায় আঁকড়ে ধরে রাখি। বুকের ভেতর আগলে রাখি।
স্পর্শের বৃত্তের ভিতর অস্পর্শী অনুভূতিগুলোকে বাইরে থেকে ছুঁয়ে দেই হৃদস্পন্দনের প্রতিটা ধ্বনিতে।