আমি তিন পা এগিয়ে এলাম তোমার দিকে,
চার পায়ে ফিরে দেখছি ছায়ার দিকে
সবুজ আলো বেয়ে যে হাত দিয়ে জন্ম হলো আমার
হাড়ের ভাংচুড়ে নগদে দিয়ে এলাম জমিজিরাত সব ।
এরপরেও আস্থার প্রশ্ন এলে
বলেছি 'দেবী এথেনা সাক্ষী - সুরায় যে বানী পাঠ করেছি
বৃক্ষের গায়ে রেখে এসেছি যে জল
এবং যে রেল রাত্রিতে যায় ঝম ঝম করে
তাদের কসম '
আমি কাঁদলে আজো পাহাড় গলে জল হয়
আমার চিরদাসী রাক্ষুসী রূপে
আমার বুকে শানিত ছুড়ি নিয়ে এগিয়ে আসে
এবার তুমি বলো হে আগামীর সন্তান-
'কেন আমার সমুদয় আত্মা পাখির কথা বলে' !!