আমি একটা বৈকালিক রোদের স্বপ্ন দেখি
-এক বিকেলে মালয় পাহাড়ের উপর একটা নগরী ছিল
সেখানে বাস ছিলো মোঘল সাম্রাজ্যের
তাদের বাইজীদের চোখের বেদনা আর নুপুরের নিক্কনের ধ্বনি কানে ভাবালুতার আবেশ জাগায় ———-
সেই পাহাড়ের নগরীতে যে জাদুর শহর ছিল সেখানে শৈশব রেখে এসেছিলাম-
কানামাছি অথবা এক্কা দোক্কা খেলার যে সমীকরন
তার সাথে চারুর বিরোধ ছিল আমার না -
নিতান্ত বালিকা বলেই পুর নগরীতে পা রাখি
যেখানে ইকারুসের কষ্টগুলোকে আমি কথা দিয়েছিলাম নাই করে দেব অথবা
আমাদের শীতলক্ষ্যা নদীর কিনারে তোর চুমু বৃত্তান্ত মনে করে উষ্ণ হবো –
আমি আসলে বৈকালিক রোদকেই চাই
অথবা উপেক্ষা করি
তোকেও চাই অথবা উপেক্ষা করি
অথবা তোর ঝুলনটাকে
দেখতে মন্দ লাগে না
তুই ভাববি কোন এক রাজপুত্র আমাকে ছিনিয়ে নিয়ে গেল কিনা !!
এরপর তোর ক্ষরণের যন্ত্রনায় দগ্ধ হবার বেলায়
তোর নগ্ন চোখ দিয়ে জল এলে আমার মনে হবে
তুই আসলেই ইকারুস ছিলি কোন কালে –