যখন তুমি দাঁড়ালে রাজার মতন
বুক বেঁধে নিলে আকাশের সাথে
যখন তুমি আদতে হয়ে গেলে
এক দ্যুতিময় প্রাজ্ঞ বালক --
যখন তোমার পায়ের কাছে
নেমে এসেছে সমুদ্র
তখুনি নূপুরের ধ্বনি হলাম --
রিনঝিন নিক্কন আমার
ওগো মেঘ বালক
চুপি চুপি আজ হরিণ হও
অরণ্য হতে চাই --
ঘন এক বনের ভেতর সাদা বাড়ি
তার দিঘীর জলে অবগাহনে অবগাহনে
কাটাব সন্ধ্যা দুপুর রাত -
তোমার কালো রাত্রি
ঝকঝকে দুপুর করে দেব -
আহা কতকাল বৃষ্টি নেই এই গ্রহে !!