বিষ্ণু প্রিয়ার সাথে এই রাত কাটুক
কুয়াশায় আন্ধার হোক আজ
অচিন বৃক্ষের গন্ধম খেয়ে
মাতাল উইপোকা
আমি চোখ রাখি তোর চোখে !!
তোর পোড়াকপাল
নাকি আমার
কেউ কাউকে চিনি না !!
অথবা চিনি বলে ভ্রম হয় --
আন্ধার মানিক রাত আমার
তোরে একবার
ফের একবার কাছে
পাইতে চাই --