আমাকে ধাক্কা দিয়ে যদি
কুড়িল বিশ্বরোড থেকে ফেলে দাও
এক্দম জলের কুয়াশায়
তবে ভেবে নেবো এটা একটা অস্থিরতা
অস্থিরতা জন্ম নেয়া একটা দার্শনিকতা
তুমি নিত্যদিন দর্শনের ঘরে
নীলাঞ্জনা তিলোত্তম নগরী -