১ ---
ভেতরে তোমার হয়তো দশরথের প্রেম
আধো তার খোলা
উজ্জয়িনী তীরে প্রতিদিন বাঁধ দিয়ে যাও
বিকেল হলে ভেংগে দাও খেলা
কবেকার ঈশ্বর তুমি
দুঃখের বিলাস বানাও
এখানে বৃষ্টি ভীষন
তবু পল্লবহীন বৃক্ষের পাশে
বানাই নতুন করে ভেলা --
২ --
তুমি যখন ঘুমিয়ে পড়ো
যখন তুমি ঘুমিয়ে পড়ো
যখন আমার থেতলে গেছে মাথা
জমে গেছে রক্তক্ষরণ
শ্বেত কণিকার উর্দ্বপা্তনচ
থামছেনা আর রোগ বালাই
তখন আমার বিছানা পাতি
হাড়ি কুড়ি সওদাপাতি
সকল কিছু ভীষন প্রিয়
এমনি ভাবে ভুলে যদি
ভুলে গেছি তোমার হাসি
জমে গেলো সবচে কাছের
তোমার প্রিয় আনার কলি -
যে বলে যায় প্রেম কিছু না
তার কানে আমার কথা
প্রেম নাই আমার
সবই শুধু মিথ্যে কথা -
তবু তোমার গ্রামের লোকে
বলুক কিছু সত্যি কথা -