একদিন এই শহর জানবে
আমরা প্রেতাত্মা ছিলাম ।
ভালোবাসার খেলায় বুকের নুন
সমুদ্রে ছেড়ে দিয়ে
চোখে চোখ রেখে বলেছি
' ভালোবাসি' ।
আঁধার পার হলে
সময়কে অতিক্রম করে বলি
'আসলে সব মিথ্যে ছিলো' -
পাথরের গায়ে যে পাথরকুঁচি গাছ
সে ঠায় দাঁড়িয়ে দেখেছে -
আমাদের এক চুমুক হাসি ০০০
শিল্পকলায় তাকে দেখে দীর্ঘশ্বাস -
আহা এতোক্ষণে সময় হলো বুঝি !
প্রেতাত্মাদের তো রাত থাকে না , না দিন
তবু আমাদের বেড়াল জীবন ০০
একদিন আমার সহ প্রেতাত্মার সাথে
বনের ভেতর হালকা পায়ে চলতে দেখে
এক বালক স্ন্যাপশটে আমাদের মানব মানবী বানিয়ে
আকাশের গায়ে লেপ্টে গিয়েছিলো ---
বলেছিলো -
'তোমরা ঐখানে থাকো - তোমাদের ওখানেই মানায় "