জানালায় চোখ পড়তেই দেখি মাঠ হাওয়ায় উড়ে যাচ্ছে ।
পাশে তেতলার বারান্দায় ফনীমনসা উঠেছে লতিয়ে
হাওয়ায় বসন্তের দোলা
সুবেহ সাদেকের কিঞ্চিৎ বাকি - ''
রসুই ঘরে চা জ্বাল হচ্ছে ,গিন্নীর গায়ে শাল - চোখে আনকোরা চশমা
আমি কাছে যেতেই বললো আরে উড়ছো কেন ??
আমি জমিনে পা রাখলাম
কই পা তো নেই !!
ঈশ্বরীর চোখে চোখ রাখলাম -
সে খিল খিল করে হাসছে
পেপার র্যাকে বিড়ালের খাবার দিয়ে অপেক্ষা -
তোমার পা নেই কেন সাহেব ?
হাতের দিকটা কেনো গোড়ালি থেকে কাটা !!
আমি আমার হাত দেখলাম
পা দেখলাম
ওরা উড়ে গিয়ে মাঠের সাথে দুলছে
তোমাকে দেখলাম
তুমি ঠোঁটে লিপগ্লস ঘসছো -
ঈষত আনত চোখে আমাকে বলছো -
তুমি কি উড়ে যাচ্ছ !! !!