আন্তিউস-চলো এলোমেলো হয়ে যাই --
চলো একটা থামের আড়ালে চুমু খাই -
বেনারসে রাধা যেমনি জঠরে পাকিয়েছিলো
দশটা সন্তান -
তেমনি সন্তান হোক তোমার -
আন্তিউস তুমি বেদনাহত পেচা -
রাত ঘন হলে হা হা করে পাখা মেলো -
চুপি চুপি ওদের সাথে কথা বলো -
কি কথা তাদের সাথে??
ওরা তোমার চোখের মণিতে এঁকেছে ট্যাটু -
তুমি অন্ধ হয়েছ -
শালুকের দেশের পাখিদের বোবা কান্নার সাথে মিশেছে
নাজারাতের পরীদের অন্ত:ক্ষরণ ---