মার্চের এক বিকেলে আপনি হারিকিরির উপত্যকায় বসে ভাবলেন - এই অচূর্ন বিয়োগ ব্যথায় উপশমের মলম লাগালেও ব্যথা যাবে না । অতএব হে ভগিনী এবং ভাই সকল আসুন পতাকা তলে সমবেত হই - কাঁচা মাংস ভক্ষন করে সংহতি প্রকাশ করি । পাখির ডানায় লুকিয়ে রাখি নারী পতিতাদের । পুরুষ সকল তাদের চতুর্থ স্তন নিয়ে বন্দনা করুক 'হারানো পৃথিবীর বাসে চড়ে যে নারী ইজ্জ্বত হারায় তার নিতম্বের ' । যে খোলা কমলা ফেরিওয়ালার কাঁধে চড়ে পৃথিবীর ওজন মন্ডলে ভাসছে তারা আজ বলুক - নারী পুরুষ মিলিত হয়ে জন্ম নেবে নতুন এলিয়েন - ওরা আমাদের চতুর্দশ প্রজন্ম -- --
কবিতাটি ৫৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৪/০৩/২০১৮, ১৮:২৩ মি: