একটা প্রোগ্রাম ছিলো গত সৌর বৎসরে । তখন বন্য ছিলাম । রেগে ছিলাম । প্রেমে ছিলাম । গভীর এক রাতে বাতাসে মিশিয়ে দিয়েছি দীর্ঘশ্বাসের ধারাবাহিক পরিক্রমা ।
এর পর দীর্ঘদিন চোখ অন্ধ । রুপায়নের রাজধানীতে আরবী মেয়ের শুধু চোখ দেখে জিজ্ঞেস করেছি ভালোবাসতে পার ?
সে উত্তরে বাংলাদেশ বললো । ওর নরম হাত ছুয়ে বলেছি -
স্নান করবে কন্যা ?
সে স্নান জানে না । একদল বন্য শুকরের মধ্যে পড়ে চিৎকার করে - বাঁচাও মোহতারেমা -
আমার বধিরতা দীর্ঘ বর্ষায় । এখন ফাল্গুন মাস । কিছুটা সুরের ধ্বনি খেলা করে বুকে ।
অথচ অন্ধ হয়েছি । আরবী কন্যার মোহতারেমা ডাক কান ভেদ করে পৌঁছেছে হৃদপিন্ডে - হাত ধরেছি ওর ।
শান্ত হও কুমারী । আমাদের স্নান ঘরে চারটা প্রজাপতি রঙ্গিন পাখা মেলে উড়ছে । আমরা অচিরেই তুষারে স্কি করবো -
(এটা হতে পারে নারীবাদী কবিতা । আমি শোষনকে জেন্ডারের আওতায় আনতে ভালোবাসিনা । কিন্তু তবু নারীরাই অত্যাচারিত হয় । পার্থিব পৃথিবীর সমস্ত বিধিনিষেধ কেনো প্রথমে মেয়েদের উপরেই আরোপিত হয় জানতে ইচ্ছে করে । তবু নারী পুরুষ সবাইকেই ভালোবাসি । একজন ছাড়া আর একজন অসম্পুর্ণ । )