আমি যেসব গুনাহ করেছিলাম
অপরাহ্ণে এবং গত বৈশাখে
এবং এলডোরার পায়ে পায়ে --
অথচ ধুলো আর রং এর শহরে
সার্সন রোডের মসৃন গায়ে
তোমার বাঁকা হয়ে হাত ধরে চলা
এবং স্নাইপারের গায়ে তূর্য তুলে বলা
হে রাত্রি কালো কালো
প্রেম কিছুটা সহজ কিছুটা বিস্মৃত আলো --