চলুন অধ্যাপক সাহেব আর একবার ঘুরে আসি ইতিহাসের পাতা ধরে । ধরুন কমলালেবু একটা স্বর্গ । আপনি একটা নরক ।
আপনি লিলিথের হাত ধরে চলে গেলেন স্বর্গের মধুর নহরে ।
ওই যে দেখুন উলটো করে শুয়ে আছে আঙ্গুর গাছ ।
তাকালেন না সেদিকে । কেনোনা আর একটা চিত হওয়া গাছে ঝুলে আছে হুরীর নগ্ন শরীর । আপনি নহরের ধার ঘেঁসে মুসার লাঠিকে বাহন করে ওর হাত ধরে ভাবছেন সিসিলি উপত্যকায় বাতাস খেতে খেতে স্বর্গের স্বাদ নেবেন ।
তাও হলো না , কেনোনা আপনি ভাবছেন যতটা দুরত্ব পোল্যান্ড ততটা দুরত্ব কি স্বর্গ ?
রাশি রাশি ডলার আর মুদ্রাতেই যদি পার্থিব স্বর্গ কেনা যায় তবে ভাবছিলেন এই নরক কাম্য হোক । একদিন এই নদী আর মধুর নহর সবই বিষের মতোন লাগে ।