পথ পার হতে গিয়ে শুয়ে গেছি রাস্তার জেব্রা ক্রসিং এ ।
তিনটা গাড়ি আমার উপর উবু হয়ে দেখে হার্টের ভেতর পাখি বসে আছে । অতএব তারা ইতিবৃত্ত জানতে গিয়ে জেনে গেলো আমার জীবন ছিলো পাখি জীবন -
মেঘের ভেতর পুড়ে পুড়ে আকাশের গায়ে হেলান দিয়ে দেখেছি তোমার গড়িয়ে যাওয়া
জীবন । আঁকাবাঁকা ট্রেনের সাথে তুমি দৌড়ে সীমানা পার হতে গিয়ে আটকে আছো মাঝনদীতে ।
বুকের ভেতর থেকে পাখিটা উড়ে গেলে দৌড়ে ধরেছি তার পালক । তুমি কেন হে কাঁদ দাঁড় করায়ে পথিক সব !!