জীবন টা ছোট্ট অনেক
জীবন টা কী
এই আছে এই নাই
পুরাই ফাঁকি।

কাল ছিলে তুমি-
কত নামী -দামী ভদ্রলোক,
একনামে জানত সবাই,
তোমায় দেখে কেঁপে যেত
কতশত দুখী মুখ।।
কিন্তু,
আজ তুমি চোখ মুদেছ,
বাড়ি জুড়ে ক্ষণিক শোক,
আহাজারি আর মাতম,
অশ্রু ভেজা সিক্ত চোখ।
তবুও,
নতুন তোমার নাম হয়েছে
'লাশ' বলে ডাকছে সবে
আসল নাম হারিয়ে গেছে।
দিনকে দিন যাবে চলে
সবাই তোমায় যাবে ভুলে।

কোথায় তোমার বাহাদুরি,
কোথায় তোমার আস্ফালন?
হারিয়ে গেল চিরতরে
ক্ষণিকের এই সুখী জীবন।।