হাল তোল, পাল ধর, অগ্রসর দুর্বার
উন্মোচিত হোক দ্বার,
জাগ্রত হও অতন্দ্র প্রহরী,
আওয়াজ দাও, জানাও হুশিয়ার ।।
লেলিন- স্ট্যালিন -ম্যান্ডেলা- মুজিব- জিয়া
কোথায় তাদের বক্ষ-পিঞ্জর? কোথায় তাদের হিয়া?
সিংহনাদে, বজ্রাস্বরে বাজাও তোমার শৃংগা,
হরি হরি লুট, হানাও তাদের, দূরীভূত হোক শংকা।
শক্তি দাও, সাহস দাও, জাগ্রত কর হুশ,
লুপ্ত আঁধায় সুপ্ত শত ভীরু - কাপুরুষ,
ঘৃণা - লজ্জা- ভয়ে কবাট বদ্ধ যে মুখোশ।
হাল তোল, পাল ধর, অগ্রসর দুর্বার
উন্মোচিত হোক দ্বার,
জাগ্রত হও অতন্দ্র প্রহরী,
আওয়াজ দাও, জানাও হুশিয়ার ।।