৭.
ধর্ম নিয়ে গর্ব করি, অহংকারে মোদের পা মোড়া,
ধর্মের নামে অকর্ম করি, ধর্মের শতশত ফোঁড়া
অহিংসা, ক্ষমা, শান্তি- সংহতি সব ধর্মের বাণী
ভুলে  যাই, অন্যায়ের বর্মে ধর্ম মোড়া আগাগোড়া।

৮.
রোগ-শোক,  জরা-ব্যাধি বালা-মুসিবত বিধাতার বিধান
শতসহস্র দুঃখের পর অজস্র সুখ তিনিই করেন দান,
প্রভু তুমি দয়াময়, সর্বশক্তিমান,  রাহমানির রাহিম,  
তব নামে শত গুণ-গান, তুমি মহান! তুমি রহমান।  

৯.
মরণ যন্ত্রনায় কাতর যখন,  পিপাসায় যদি না পানি,
তোমার নাম কভু যেন না ভুলি, তব গোলাম রব্বানী,  
জিকিরে ফিকিরে তোমার তাজ জাগ্রত থাক অন্তরে,
তোমার নামেই প্রভু আমার জীবন হোক কোরবানি