১.
মুষলধারে বৃষ্টি পড়ে,
বৃষ্টির ফোটা টপাটপ।
শিবের বউ ধান ভাংগে
ঢেকির শব্দ ধপাধপ।
২.
ঈশাণ কোণে মেঘের ছায়া
কাল বৈশাখী ঝড়,
বড় বড় আম গাছ
ভাংগছে মড়মড়।
৩.
সন্ধ্যা আকাশে সূর্য পাটে
পাখি ফিরে নীড়ে,
দুয়ারে মা ডাকছে, খোকা
ফিরে আয় ঘরে।