হঠাৎ ধ্বংস স্তূপের মাঝে
বারুদ ফুঁসে উঠে
আগুন জ্বলে উঠে
স্ফুলিঙ্গে ছেয়ে যায় আকাশ
লু হাওয়া যেন তপ্ত বাতাস
তারই মাঝে
ডানা মেলে উড়ে এক ফিনিক্স পাখির ছায়া
কালো আবরণে ডাকা তার কায়া,
আরক্ত চোখে বড় মায়া
কিন্তু
মুখাবয়ব জুড়ে শত ছিন্নভিন্ন কাটাকুটি দাগ
কালশিটে রক্তের জমাট
শুষ্ক ঠোঁটে বালিয়াড়ির ঢেউ
ধূলি-ধূসরিত শরীর নিয়ে আসছে নতুন দেও।

ক্ষয়ে ক্ষয়ে পুড়ে ছারখার হয়
জ্বলে পুড়ে আংগার
নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষবাষ্পে
ধ্বংসস্তুপের কারবার।
সেই স্তূপের মাঝেই আজ
ফিনিক্স পাখির মতো তার আগমন,
শূন্যে দাঁড়িয়ে করে শুভ উদ্বোধন
অগ্রে চলন তার, অভিগমন
বোরাকে চলন তার, উর্ধ্বগমন
ন্যায়ের পথে চলে, অন্যায়ের পশ্চাদ্ধাবন।

আহাজারি-হাহাকার, আর্তনাদ-চিৎকার
ভূলুণ্ঠিত হয় মানবতার হুংকার
নিঃশেষিত হয় শত মানবাত্মার
ধূলিতে মিশে হয় স্তূপাকার
হঠাৎ সেই  ধ্বংস স্তূপের মাঝে
বারুদ ফুঁসে উঠে
আগুন জ্বলে উঠে,
স্ফুলিঙ্গে ছেয়ে যায় আকাশ
কুণ্ডলী চক্রের ধুম্রজাল ছিন্ন করে
বেরিয়ে আসে এক ফিনিক্স পাখির কায়া
আগুন ডানার সেই পাখির চোখে
মানবাত্মার মুক্তির ছায়া।