সবুজ মাঠের ফুল-ফসলে সোনা রঙের ধান
কৃষক- কৃষাণীর মধুর হাসি, গাল ভর্তি পান
কাস্তে হাতে আইল ধারে, ধান কাটে চাষীরা
নারী-পুরুষ-যুবা নবান্ন উৎসবে মাতোয়ারা।
পৌষ-পাবনের শীতসকালে আলোক মেলা
নরম রোদের ভেলায় ভাসে উৎসবের খেলা
পিঠা-পুলির মৌ মৌ গন্ধে মন থাকে না ঘরে
খেজুর রসের ভাপা-পুলি উদর পুর্তি করে।
বিন্নি ধানের খই আর চিকন চালের ক্ষীর
সাথে থাকুক কলা রসে দুধ-সেমাই-পনীর
আত্মীয়-পরিজন মিলে, আনন্দ অনাবিল
বাংলার মানুষ সব, উৎসবে হোক শামিল।