বড়াই গ্রামের বড় মহাজন
চক্ষু মুদে গায় শিবের গাজন
অবসরে মুখে পুরেন –
লম্বা নলের হুক্কা
এই আড়তে কেউ নাই
দেবে তাকে টেক্কা।
গুদাম ভরা মালামাল
হাটে সবাই বেসামাল
বাজার জুড়ে আগুনের হলকা
মহাজনের মুখ ততই ঝলকা।
আদা, মরিচ, নুন-তেল
সদাইপাতি বা কুল-বেল
সবকিছুই আছে বড় তেতে
জনতার হাত পুড়ে তাতে
খাতকেরে লুটে বারোমাস
তারা আঙ্গল ফুলে কলাগাছ।
বড়াই গ্রামের বড় মহাজন
চক্ষু মুদে গায় শিবের গাজন
অবসরে মুখে পুরেন
লম্বা নলের হুক্কা
দিন দিন দান মারেন
ছয়ে ছয় ছক্কা
সুখটান একখান বড্ড আয়েশে
কে এত ভাববে কি হলো দেশে?