আজ, হারিয়ে যাওয়ার কিছু নেই--
বসন্তের আনাগোনা নেই,
বাগানে কুসুম কলি নেই,
বৃক্ষে আম্র-মুকুল নেই,
পাতাবাহারের রঙিন পল্লব নেই,
ফুলে ফুলে মধু নেই,
কোন সুবাস ও নেই,
তাই তো,
মৌমাছিরা আর আগের মত আসে না,
প্রজাপতিরা পাখা মেলে উড়ে না,
ছোট্ট টুনি খেলা করে না,
জোনাকিরা আলো জ্বালে না,
সর্বত্র নিরব-নিশ্চুপ-অন্ধকার -
এখন যেন অমাবস্যার ঘোর আঁধার।
এখন কোন প্রিয়জন নেই-
আবেগ নেই,
ভালোবাসা নেই
ইচ্ছেগুলো মরে গেছে-
পীত সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে,
আশাহত চাহনিতে - উদ্ভাসিত অনলের শিখা
মরুদ্যানের ন্যায় খাঁ খাঁ করে,
যেখানে এক ফোটা বৃষ্টির আকুতিতে-
চাতকের মত অপেক্ষায় মরে।
পচা-গলিত দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে এপার-ওপার,
তমসায় নিমজ্জিত রঙ্গিন বসন্তের সমাহার
আর্তনাদে বদলে গিয়েছে হাসি-তামাশা, রং-খেলা
দূর্বিষহ আজ জীবন নামের তরী-ভেলা
তবুও সময় কাটে,
দিন চলে যায়-
বর্ণহীন, ছন্দহীন,
একঘেয়ে, সুর-বিহীন।
মাঝেমাঝে শুধু গহীন রাতের আর্তচিৎকার -
বেসুরো আওয়াজের আর্তনাদ -
মনে করিয়ে দেয় সেই রাত,
সেই তিমির নিনাদ।
সময়ের স্রোতের অনুকূলে
আবারো জোয়ার চলে-
কিন্তু কালের স্মৃতি জাগ্রতই থাকে-
মনের গোপন গহীনে,
ফিসফিসিয়ে বলে - আবার আসিব
- আবার আসিব,
দূর হতে দূরান্তরে।
ভয়ানক রূপ ধরে,
কাল হতে কালান্তরে।
অসাবধানতার প্রতীক হয়ে ---
নিমেষে ই নিমজ্জিত করে,
হারিয়ে দিয়ে অতল গহবরে
জানিয়ে দিব আমি আছি, থাকব -
চিরকাল - চিরন্তন।