রমজান এলো, রমজান এলো, রমজান এলোরে
ধৈর্য, সংযম, আত্মশুদ্ধির মাস রমজান এলোরে।
সেহেরি খাও, নামাজ পড়, রোজা রাখ সারা দিনভর
কোরআন পড়, হাদিস শোন, সুন্নতের পাবন্দী কর।
হালাল-হারাম বেছে চলি, গীবত থেকে দূরে থাকি
কুশলাদি বিনিময়ে সমালোচনা না'হয় থাক বাকি।
রহমতের মাস, স্রষ্টার কাছে চাই দুনিয়ায় রহমত
ন্যায় - অন্যায়ের শিক্ষায় চলি, প্রভু দাও বরকত।
মাগফেরাত কামনা করি বিভু, তুমি ছাড়া কেউ নাই
তোমাতেই জীবন-মরণ, তোমার তরেই আশ্রয় চাই।
শেষ দশ দিন নাজাতের দিন, ভুল ত্রুটি হোক মাফ
তোমার রহমতের ছায়ায় নিঃশেষ হোক আমাদের যত বরখেলাফ।
প্রভু তুমি দয়াময়, পাপী-তাপী বান্দা আমি, তুলি দুই হাত
এমন দিন ব্যর্থ হবে যদি না পাই খোদা তোমার মাগফেরাত
তুমি জান প্রিয়, ভালোবাসি কি, মনে আছ কোন কালিমা?
ঘুচে দাও অন্তরের যত ভুল, কলবকে করে দাও পুণ্যমহিমা।
মুছে দাও রাজ্যের যত ক্লান্তি, শক্তি দাও সত্যের পথে চলতে,
হেদায়েত দাও প্রভু, সাহস দাও, শুদ্ধ কর আদি হতে অন্তে।
আহলান-সাহলান, মাহে রমজান, আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাস
এতেকাফ-ফিতরাত কত বরকত, শয়তানের হোক নাশ
রমজান শেষে ইদের খুশি, কাতারে জামাত, নাই ভেদাভেদ
ধনী - গরীব নির্বিশেষে, খুশিতে মাতি শেষে, ভুলে মনের ক্লেদ।
হে দয়াময়, পাপ কর ক্ষয়, শক্তি দাও, সত্য সুন্দর পথে চলতে
রুদ্ধদ্বার খোলা থাক, কালিমা মুচে যাক, মনটা ভরে থাকুক শুভ্রতে
প্রভু, তুমি অপার মহিমাময়, তৌফিক দাও, হেদায়েত কর সকলে
মহামানিত্ব মাস রমজানের শিক্ষা নিয়ে, পথ চলি, সবে মিলে।