২.

দিগন্ত জোড়া বাঁশ ঝাড়, তেপান্তর মাঠ, নদীর ঘাট
আর হিজলের তলে খাল পেরুলেই মায়াপুরের হাট
বুড়ো শিমুলের তলে পণ্যের পসরা, হরেকরকম ফল
ঝুড়ি ভর্তি আম, জাম, আনারস, লিচু রসে টলমল।
শষা, ঢ্যাঁড়স, কাঁকরোল, করল্লা কত জাতের সবজি
পালং, হেলেঞ্চা, বথুয়া, কলমিলতা থরে থরে সাজি,
তাজা তাজা শাপলার ডগা, শালুক ফোটা ফুল মালা
গলায় পড়ে পৈতা ফিতা ছদ্মবেশ ধরে তারা মাওলা।
তারা মিয়া, তারা মাওলা, মানিক, বাহার, রতন, মিনা
কত নামে পরিচয় তার, বড়ই কঠিন এই মানুষ চেনা
এদিকে তাকায় ওদিকে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টি অদূরেই
ছদ্মবেশী অপরকে হাত বাড়িয়ে বুকে টানে সাদরেই।
আলাপে আলাপে বাড়ে যে রাত খেয়াল-খুশি নাই
মত্ত হয়ে হিসাব কষে দেশের স্বাধীনতা চাই-ই চাই!
মরছে মা-বোন, হাজার সন্তান, রক্তগঙ্গা দেশ জুড়ে
শহিদের তাজা রক্তে মোরা স্বাধীনতা আনব উপড়ে।
হাতে রেখে হাত কঠিন পণ, পরাধীনতা মানব না
অন্যের অধীনে বদ্ধ খাঁচায় জীবনটাকে  বাঁধব না।
আমরা অজয়, রণে দুর্জয়, বিপদে-আপদে একত্রে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্ট্রান মিলে আছি একসূত্রে।