ছাওয়াল এখন মস্ত বড়
মানতে চায় না গুরুকে,
বোধ-বুদ্ধি তার সব হয়েছে
সিদ্ধান্ত নেয় পলকে।
আমি এক কুয়ার ব্যাং
বুদ্ধি এখন হাটুঁতে,
হাতে বেড়েছে পায়ে বেড়েছে
ছাওয়ালের বোধ মাথাতে।
আমার মাঝে কমতি অনেক
জ্ঞান বুদ্ধির নেই কো ধার,
যাও বা আছে অতীত জ্ঞান
আধুনিক কালে সবই হার।
বৃদ্ধের কথা যায় না মানা,
যুগের সাথে বদলেছে যুগ,
ভুল-ভ্রান্তি করে শত শত,
বয়স্ক দাদার বেড়েছে রোগ।।
জ্ঞানী গুণী বিদ্বান ছাওয়াল
শিক্ষায় হয়েছে নতুন মানুষ,
অতীত জ্ঞান নেইকো জানা
আধুনিককালে সবই ফানুস।
গ্রাম ছেড়ে বা আপনজন
ছাওয়াল চলে শহরে,
পলকের পর পলক ফেলে
উন্নতি করে ক্যারিয়ারে।
রঙ- সঙের এই দুনিয়াতে
নতুন পথে পড়েছে পা,
চোখের পরে ঠুলি পড়া
ছাওয়ালের জীবন তা ধিন তা।
হঠাৎ একদিন হাওয়ার মত
বাস্তবতা সামনে আসে,
আলোকোজ্জ্বল জীবন তার
এক পলকে শূন্যে ভাসে।
সুখের জীবন হয়কো শেষ
দুঃখের জীবন হয় যে শুরু
কঠোর এই দুনিয়া মাঝে
বাচাঁর যুদ্ধে নামরে, ভীরু। ।
হাওয়ায় ভাসা জীবন যেন-
সাধারণের জীবন নয়,
পৃথিবীর মাঝে কষ্ট করে
বেঁচে থাকাটা সার্থক হয়।
জীবনের যাতাকলে পিষে,
বোধ হয়েছে ছাওয়ালের,
নতুন করে বাঁচতে শেখার
শিক্ষা হয়েছে নওয়াবের।
অতীতের জ্ঞান আছে প্রয়োজন
ইতিহাস কভু ফেলনা নয়,
অভিজ্ঞতা আর তত্ত্ব কথায়
সামনের পথে হাটঁতে হয়।
অতীতের সাথে বর্তমান
এক সমরেখায় বহমান,
সময় চলে সমতায়
ভবিষ্যতেও তা বিদ্যমান।
বৃদ্ধ যারা, নয়কো তারা-
দলচ্যুত, কুয়ার ব্যাং,
কূপমন্ডুক বৃথায় বল,
কথায় কথায় কর স্ল্যাং।
তাদের মাঝেও আছে জ্ঞান
আছে শিক্ষা, নূরের তাজ,
আলোয় নিশান তারা দেখায়
তাদের পথে চলি আজ।
উন্নত বিজ্ঞান, উন্নত জীবন
আধুনিক কালে চির সত্য,
তাই বলে কভু মিথ্যা নয়কো
জীবনের মর্ম, লৌকিক তত্ত্ব।।