আজ শেষ বেলায় তোমার কথায়
ক্লেশের সুরে যাই মূর্ছনায়;
অন্তরে বাজে দুঃখের বীণ।
সুখ পাখিরা যায় যে উড়ে,
মন-মহুয়ার দোল ফাগুনে
সুখের স্মৃতিরা হয় ক্ষীণ।

এত দুঃখের বোঝা কেমনে প্রাণে সয়,
প্রাণে প্রাণে অপ্রাণে বাজে প্রলয়
হীন মনে ক্ষীণ দৃষ্টি
যতসব অনাসৃষ্টি;
শেষ বেলাতেও পরাণ হয় ক্ষয়!

যদি এমনি হয়, দুঃখের ভারে বহতাই জীবন
কেনে এলে জীবনে, কেন সুখের সন্ধান
অকালে অপ্রেম কেন দিলে বিসর্জন?
    সেতারার সুরে কেনো হল তিরোধান!
অমন সোনার বুক কবে হলো পাষাণ!

অদেখা আমার কষ্ট শুধু কষ্ট নয়
অপরাজিতার নীল কষ্টে বেদনার্ত হৃদয়
শেষ বেলায় আদ্র হৃদয়, এলোমেলো দাগ
বিবাগী এই জীবনে নেই কোনো রাগ।
সুর-তাল-লয় কেটে গেলে
শূন্য পিঞ্জিরায় নাইবা তুমি এলে!