আমি তোমাকে চাই-
তুমি যেমন আছো তেমনি।
হোক দুনিয়া-
শত পরিবর্তন কিংবা পরিবর্ধন,
আমি তোমাকে চাই, ঠিক- আগেরই মতন।
তুমি নির-পলক ভাবে,
দূর আকাশে চেয়ে বলবে-

"চলো উড়ে যাই,
ঘুরে আসি মেঘ থেকে মেঘের দেশে।
ভেসে বেড়াই আমরা মেঘে মেঘে।
বাধি বাসা আমাদের, মেঘের ছায়ার তলে। "

আমি বলব,
"আমরা জমিনের মানুষ,
জমিনেই শুরু আর জমিনেই শেষ।
তুমি আমার সাথে এখানে আছো
এতেই আমি খুশি বেশ।"
আমি তোমাকে চাই যেমন আছো তেমনি।
দূরে আছো কি কাছে তা আমার আপত্তি নাই।
আমি তোমার মনে আছি
এতেই আমার শান্তির কমতি নেই...