আঁকাবাঁকা চলছে দু-চোখের দুটি ধার,
দেখেনা কেউ যে আর।
বুকের ভিতরের যন্ত্রনাটা ক্রমশ বাড়ছে,
দু-চোখে নিরব অশ্রু হয়ে ঝরে।
সামনে সব কিছু অন্ধকারে ঢাকা
কোন স্বপ্ন নেই যে আর আকাঁ।
ভালবাসি বলিনি কাউকে কোন দিন
শুনেছি,কেউ বলেছে আমায় ভালবাসি।
সেই থেকে ভেবেছি আমিও ভালবাসি,
ভালবাসি ভেবেই বুঝতে পেরেছি ভালবাসা কি।
আজ আর কেউকে ভালবাসার নেই তিব্র ইচ্ছা,
আছে শুধু দুটি চোখের নিরব কান্না,
আছে অনেক হাহাকার বুকে।
নিরব হয়ে আসছে প্রাকৃতির মত সব কিছু,
হয়তো বেশিদিন থাকবনা এই পৃথিবীর মাঝে।
ক্ষমা করে দিও ওগো যেদিন না থাকি
এই ভালবাসার পৃথিবীতে।
বিধাতার কাছে প্রার্থনা করি দু-হাত তুলে
বুকের ভিতরটার কষ্ট যেন আর না দেন পৃথিবী জুড়ে।