অতি পবিত্রতার প্রতিক তুমি ফুল,
         সুন্দর্যের প্রতিক তুমি ফুল।

মুদ্ধতার প্রতিক তুমি ফুল,
সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি ফুল।

তোমার সুন্দর্যের রুপ দেখে
সৃষ্টি কর্তার নিপুণ সৃষ্টি অনুভব করি।

ফুল,
    তুমি বৃষ্টিতে ভিজে
যখন নিজের রুপ দাও বাড়িয়ে
তখন আমি তোমাতে হারাই,
বিধাতার নিখুঁত সৃষ্টিতে বিভোর হয়ে।

ফুল,
    তুমি কখনো সাজাও তোমার অঙ্গে
  কখনো সাজাও আমার প্রিয়জন।

ফুল,
তুমি যত সাজাও
আমার প্রিয়তমা প্রিয়জনকে,
ততোই তোমার রুপ বেড়ে যায়
      তার রূপের রঙে।


উৎসর্গঃ ওগো,
সেদিন তোমার ফুল বাগানে ফুলের রুপ তুমি বাড়িয়ে দিলে,তুমিও সেখানে একটি ফুল হয়ে ছিলে,আমার মনের রানী হয়ে যেমন আছ তুমি,সেই বাগানের রাণী ছিলে সেদিন তুমি।তাই আমার অগোছালো ভাসায় তোমায় নিয়ে লিখা।