কষ্ট গুলার কোন রঙ নেই,
দেখাতে পারিনা তাই
সব কিছু বিবর্ণ হয়ে আজ জীবনটাকে পানসে করে দিচ্ছে।

জানিনা এমন বাচাঁ যায় কি না,
আর অদৌ কি আমি বেচেঁ আছি..?

হয়তো বেচেঁ আছি,
নয়তো মৃত্যুর অপেক্ষায়।

তবুও শেষ কিছু কথা ছিল...
কখনো সময় হলে বলব,
নয়তো পুরো পৃথিবীকে বলব আমি কেউ ছিলাম না, কেউ না।


আমি কারো দ্বারে দ্বারে বারে বারে একটু স্থান চেয়েছি।

আর আমায় সেই স্থানটা দিলে.........

লিখা গুলি যদি অশ্রুর মত গড়াতো,
তাহলে হয়তো জীবনের উপন্যাস লিখতেও এতটা কষ্ট হতোনা,
সামান্য এই লিখায় যত কষ্ট হয়।